সোমবার, ১৬ জুলাই, ২০১২

পদ্মা সেতু ও আমাদের সরকার


পদ্মা সেতু নিয়ে টালবাহানা কম হল না । বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুর ঋণ বাতিল করলে স্বয়ং বিশ্বব্যাংককেই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বললেন আমাদের প্রধানমন্ত্রী । সরকারের কোন কোন চাটুকার ঘোষণা দিলেন নিজেদের অর্থেই নির্মাণ করবেন পদ্মা সেতু । কথাটার যৌক্তিকতা যাই হোক, কোন কিছু না ভেবেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের খোয়াব দেখতে শুরু করলো আমাদের সরকার । কিন্তু জনগণ এখন আর বোকা নয় । কারা দূর্নীতি করে এবং দূর্নীতিতে কারা সিদ্ধহস্ত একথা বোঝার মতো সাধারণ জ্ঞান বাংলাদেশের জনগণের আছে । নিজের অপরাধের দায় অন্যের উপর চাপানোর দিন শেষ ।  
কিভাবে সেতুর জন্য অর্থ যোগার হবে তা নিয়ে শুরু হয়েছে আরেক খেইল । দ্রব্যমূল্যের ঊর্ধব গতি , লোডশেডিং ইত্যকার নানা বিষয় নিয়ে যখন মানুষের অবস্থা দুর্বিসহ, তখন পদ্মা সেতু যেন দেখা দিল আরেক আসমানী গজব হয়ে । দেশের সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হবে পদ্মা সেতুর টাকা । এ নিয়ে বুদ্ধিদাতাদের যেন বুদ্ধির অভাব নেই । কিভাবে জনগণের কাছ থেকে টাকা আদায় করা যায় তার নানা পদ্ধতি যুক্তি সহকারে বুঝিয়ে দিচ্ছে সরকারকে । পাবলিক এতে মরুক কি বাঁচুক তা নিয়ে তাদের অতো মাথাব্যাথা নেই । দেশের মানুষের এতে কতটুকু সমর্থন আছে তাও দেখার বিষয় নয় ।
দেশের উন্নয়ন অবশ্যই প্রয়োজন । কিন্তু তা হতে হবে দেশের মানুষের ন্যুনতম চাহিদা মিটানোর পর । দেশের মানুষই যদি না বাঁচলো তাহলে উন্নয়ন হবে কার জন্যে ?
ব্যাক্তি স্বার্থকে যারা জাতীয় স্বার্থের চেয়ে বড় করে দেখে সরকারকে তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে । সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা সকল দুর্নীতিবাজকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে । অন্যথায় সরকারের সকল প্রচেষ্টা আর কালসাপকে বিশ্বাস করার মূর্খতা একই পরিণতি ডেকে আনবে ।

রবিবার, ১৫ জুলাই, ২০১২

স্বাধীনতা আমার হৃদয়ের স্পন্দন

তিরিশ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা । দুই লক্ষ মা-বন তাদের অমূল্য ধন বিসর্জন দিয়েছেন স্বাধীনতার বেদীমূলে। কৃষকের বুকফাটা হাহাকার, তরুণ ছাত্রের স্বপ্ন ভঙ্গের বেদনা, মধ্যবিত্তের অসহায় চাহনী আর সন্তান হারা মায়ের আহাজারি আমাদের স্বাধীনতার ভিত্তিমূলকে করেছে সুদৃঢ়। সময়ের পরিক্রমায় চারটি দশক পার করে মাটির সুগভীরে শেকড় প্রথিত করেছে আমাদের স্বাধীনতা। আমরা আবার স্বপ্ন দেখতে শুরু করেছি একটি সুন্দর ও সার্বভৌম রাষ্ট্রের। আমাদের নতুন প্রজন্ম স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। আমাদের দেশ হবে বিশ্বের সমৃদ্ধ দেশগুলোর একটি। আমাদের দেশে থাকবেনা দারিদ্র্য, বেকারত্ব,অশিক্ষা ও দুর্নীতি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানুষকে ভালবাসার অপূর্ব আদর্শে উজ্জীবিত থাকবে দেশের প্রতিটি মানুষ। স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়ন ও  স্বাধীনতাকামী মানুষের চেতনাকে জাগ্রত রাখার জন্য তৈরি হল 'এসো স্বাধীনতার কথা বলি' ব্লগ। যারা দেশকে ভালবাসেন ও দেশের জন্য যাদের অন্তরে রয়েছে গভীর অনুরাগ এ ব্লগে তাদেরকে স্বাগতম।